এডিটের সুযোগ আনছে থ্রেডস
নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডস এর ব্যবহারকারীরা পোস্ট প্রকাশের পর সেটি যাতে সংশোধন করতে পারেন সেই চাহিদা বেশ জোরালো। এরই ধারাবাহিকতায় থ্রেডস অ্যাপের জন্য ‘এডিট’ বাটন নিয়ে কাজ করছে থ্রেডসের মালিকানা প্রতিষ্ঠান মেটা।
সফটওয়্যারটির এক নির্মাতা বলেছে, নতুন এডিট বাটনের ফলে ব্যবহারকারীরা পোস্ট প্রকাশের পাঁচ মিনিটের মধ্যে সেটি সংশোধনের সুবিধা পাবেন।
বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করেছেন অ্যাপ নির্মাতা আলেসান্দ্রো পালুজ্জি। জুলাই মাসে অ্যাপটি উন্মোচনের পরপরই সম্ভাব্য ফিচারটি আনার কথা নিশ্চিত করেছিলেন ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি।
এছাড়া, বৃহস্পতিবার থ্রেডসের মোবাইল সংস্করণে প্রোফাইল অদলবদলের ফিচার চালুর ঘোষণা দিয়েছেন মোসেরি। এর ফলে একই ডিভাইসে একাধিক থ্রেডস অ্যাকাউন্ট ব্যবহার করার সুযোগ পাওয়া যাবে।
ডিবিটেক/বিএমটি







